ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২২ ডিসেম্বর কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির বিনিয়োগকারীরা অটো ডিস্পেন্সিং এবং আধুনিক সল্ট রিকভারি সিস্টেম স্থাপনের অনুমোদন দিয়েছে। অটো ডিস্পেন্সিং এবং আধুনিক সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের পর রং, কেমিক্যাল, এবং পানি খরচ কমবে। নতুন মেশিন স্থাপনে কোম্পানির ব্যয় হবে ১৬ কোটি টাকা।