শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশকে অভিনন্দন ঢাকায় নিজেদের ইতিহাসে প্রথম মেট্রো যোগাযোগ চালু করায়। আমরা মরিয়ম আফিজাসহ মেট্রোরেলের ছয় নারী পরিচালককে বিশেষ ধন্যবাদ দিতে চাই।’
এদিকে বাংলাাদেশের মেট্রো সেবা চালুর বিষয়টি নিয়ে বুধবার খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লমবার্গ। সংবাদমাধ্যমটি খবরের শিরোনামে লিখেছে, ‘বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেলো প্রথম মেট্রোরেল’।
তারা প্রতিবেদনে তুলে ধরেছে, জাপান সরকারের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকার মতো শহরে মেট্রোরেলের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।
এদিকে মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা শহরের যানজট থেকে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন। প্রথম অবস্থায় আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলাচলকারী যাত্রীদের এখন আর ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় জ্যামে আটকে থাকতে হবে না।
অর্থসংবাদ/এসএম