বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনে পৌঁছান মোহাম্মদ মহসিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণপরিবহনে আমাদের চলাচলের সেই ব্যবস্থা নেই। মেট্রোরেল আমাদের চলাচলের সুযোগ করে দিয়েছে।
তিনি বলেন, আমি টঙ্গী থেকে এসেছি। আইডিবি ভবনে কিছু কাজ আছে। মেট্রোরেলে উঠেছি উত্তরা স্টেশন থেকে। আগারগাঁও পর্যন্ত আসতে আমার কারও সাহায্য নেওয়ার প্রয়োজন হয়নি।
মহসিন বলেন, বিভিন্ন সময় যখন দেশের বাইরে গিয়েছি, তখন মেট্রোরেলে ভ্রমণ করেছি। এই প্রথম নিজের দেশে ভ্রমণ করলাম।
রাজধানীর গণপরিবহনে মেট্রোরেল যুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হুইল চেয়ার ক্রিকেট দলের এই অধিনায়ক।
বুধবার (২৮ ডিসেম্বর) দিয়াবাড়িতে মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসাধারণের চলাচলের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হয় আজ। এদিন ভোর থেকেই আঁগারগাও স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।