এমনটি জানিয়েছেন ঢাকার মেট্রোরেল পরিচালনা কোম্পানির ডিএমটিসিএলের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আব্দুর রউফ।
তিনি জানান, বৃহস্পতিবার প্রথম দিন দুজনকে জরিমানা করা হয়েছে। একজনকে জরিমানা করা হয়েছে টিকেট হারিয়ে ফেলার কারণে। আরেক জনকে জরিমানা করা হয়েছে টিকেট সংগ্রহ করে এক ঘণ্টার বেশি প্ল্যাটফর্মে সময় কাটানোর কারণে।
জানা গেছে, উত্তরা স্টেশন থেকে আঁগারগাও স্টেশন আসা ইমরান হোসেন নোমান নামে এক ব্যক্তি টিকেট হারিয়ে ফেলার কারণে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএমটিসিএল জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসাইন বলেন, টিকিট না থাকলে বা কেউ টিকিট হারিয়ে ফেললে তাকে অবৈধ যাত্রী হিসেবে ধরে নেওয়া হবে।
ডিএমটিসিএল আইন অনুযায়ী, একজন যাত্রী টিকেট সংগ্রহ করার পর প্ল্যাটফর্মে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এর বেশি অবস্থান করলে তিনি জরিমানার মুখে পড়বেন।
প্ল্যাটফর্মে অতিরিক্ত জনসমাগম ঠেকানোর জন্য এই আইন করা হয়েছে বলে জানান ডিএমটিসিএলের যুগ্ম সচিব রউফ।
ঢাকার মেট্রোরেলে চড়তে হলে চিপ সম্বলিত একটি কার্ড কিনতে হয়। ওই কার্ড দিয়ে দরজা খুলেই ভেতরে ঢুকতে হয়। ভ্রমণ শেষে স্টেশন থেকে বের হওয়ার সময় দরজা খুলতে ওই কার্ড প্রয়োজন হয়। ওই কার্ড রেখেই বেরিয়ে আসতে হয়। আর টিকেট কাটার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্রমণ করতে হয়, না হয় ওই টিকেট অকার্যকর হয়ে যায়।
অর্থসংবাদ/এসএম