বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি মনে করছে, দুইশ' টাকা মজুরিতে আজ আর কোনো শ্রমিক মেলে না। বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫শ' টাকা ও ততধিক। সে কারণে প্রকল্পের শ্রমিকদের মজুরি বর্তমান শ্রমবাজার অনুযায়ী হওয়া জরুরি।
বৈঠকে বন্যাকবলিত এলাকায় জেলা প্রশাসকের মাধ্যমে যে বরাদ্দ দেয়া হয়, তার অনুলিপি অত্র এলাকার জনপ্রতিনিধিদের দেয়ার সুপারিশ করা হয়। এছাড়াও এ বিষয়ে জেলা প্রশাসককে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সভা আয়োজন করতে কমিটি সুপারিশ করেছে।
বৈঠকে মুজিব কেল্লা প্রকল্পের অগ্রগতি ও সর্বশেষ অবস্থা খতিয়ে দেখার জন্য কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জুয়েল আরেং ও মুজিবুর রহমান চৌধুরী।
এছাড়াও প্রতিটি প্রকল্পের সময়সীমা, অগ্রগতি ও প্রকল্পবিষয়ক যাবতীয় তথ্যাবলী পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এবি তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মুজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।