আমিরাতে ডক্টরেট ডিগ্রি পেলেন সিলেটের আয়ান

আমিরাতে ডক্টরেট ডিগ্রি পেলেন সিলেটের আয়ান
সেভ সিলেটের প্রতিষ্ঠাতা আয়ান মুমিনুল হককে প্রফেশনাল ক্যাটাগরিতে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট।

শনিবার(৭ ডিসেম্বর) বাংলাদশে সময় রাত ১০টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি পাঁচ তারকা হোটেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট আয়োজিত অনুষ্ঠানে আয়ান মুমিনুল হকের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর র‌্যান্ডি ডি ওয়ার্ড।

অনুষ্ঠানে চার জনের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দুই জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবং অপর দুইজনকে প্রফেশনাল ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশের সিলেট থেকে আয়ান মুমিনুল হক নির্বাচিত করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, সমাজ সেবা, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।

ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট-এর ভাইস-চ্যান্সেলর ড. ড্রাগন জোভানভ, ডিন ড. সফি নুবানি, ড. ভেদ্রানাসহ অসংখ্য শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ ব্যাপারে সেভ সিলেটের প্রতিষ্ঠাতা আয়ান মুমিনুল হক বলেন, ‘জীবনের অপ্রত্যাশিত একটা মুহুর্ত প্রফেশনাল ক্যাটাগরিতে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করা। পিএইচডি ডিগ্রির মতো সম্মাননা দেয়ার জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশীপ এন্ড ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমরা আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সকল ভলান্টিয়ার প্রিয় ভাই বোন সবাইকে, আমার শিক্ষক, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সবাইকে শুকরিয়া ও কৃতজ্ঞতা সবসময় আমার পাশে থেকে আমাকে সহায়তা করার জন্য। আপনারা ছাড়া আমরা কিছুই না। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত ও শান্তির জীবন দান করুন।’

‘একসাথে আমরা পুরো সমাজকে পজিটিভভাবে বদলে ফেলবো, ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করে দিন। যাতে মারা যাওয়ার পর আমরা সবাই একসাথে থাকতে পারি। আল্লাহ কবুল করুন।’

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি