সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক 'ডিএসইএক্স' আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক 'ডিএসইএস' সূচকে ০ দশমিক ৩৫ পয়েন্ট যোগ হয়েছে এবং 'ডিএস-৩০' সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট কমেছে।
ডিএসইতে মোট ৫৯০ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমল ৩৪৩ কোটি ৬১ লাখ টাকা।
ডিএসইতে মোট ৩৬০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৭৬ কোম্পানির। দরপতন হয়েছে ১০০ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম