সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল বিমা খাতের। কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং কর্ণফূলী ইন্স্যুরেন্স।
জানা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে আইটি কনসালটেন্ট লিমিটেডের। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ টাকা ৫০ পয়সায়।
দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে ছিল ঢাকা ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ারদর এদিন ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও সিটি জেনারেলে ইন্সুরেন্সের ৮ দশমিক ৭২ শতাংশ, ইনটেকের ৭ দশমিক ৬৩ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৫ দশমিক ৭৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫ দশমিক ৫৬ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৫ দশমিক ১৫ শতাংশ এবং কর্ণফুলী কোম্পানি ইন্সুরেন্সের শেয়ারদর আজ ৪ দশমিক ৩৪ শতাংশ দর বেড়েছে।