সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচক ‘ডিএসইএস’ ও ‘ডিএস-৩০’ সূচকে সমান ২ পয়েন্ট করে যোগ হয়ে যথাক্রমে ১৩৭৪ ও ২২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৫০৫ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৬০ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমল ২২৯ কোটি ৬ লাখ টাকা।
ডিএসইতে মোট ৩৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম