ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ১৬ দশমিক ৩২ শতাংশ।
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে৩৪ দশমিক ৬৬ শতাংশ। আর মেট্রো স্পিনিংয়ের ৩ দশমিক ৬৫ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট, এশিয়া ইন্স্যুরেন্স, রিয়েলাইন্স ইন্স্যুরেন্স, গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসইতে মোট ৩৪৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৩ কোম্পানির। দরপতন হয়েছে ১৩৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
অর্থসংবাদ/এসএম