সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮ দশমিক ৫৮ শতাংশ। ফলে সপ্তাহজুড়ে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৪৮ শতাংশ। আর ৮ দশমিক ০৩ শতাংশ শেয়ারদর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
সপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, আমরা টেকনোলজি, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সোনালী আঁশ, লিবরা ইনফিউশন, সোনারাগাঁও টেক্সটাইল ও জুট স্পিনার্স লিমিটেড।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৬৩টির দর বেড়েছে, ১১৯টির দর কমেছে, ২০৫টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১৩টির লেনদেন হয়নি।
অর্থসংবাদ/এসএম