আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু
দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন (বিএএ) এবং ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশন (আইএএআরএফ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল শেরাটনে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। সম্মেলনের সভাপতিত্ব করেন সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশনের (আইএএআরএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. ভবতোষ ব্যানার্জি এবং আমেরিকান একাউন্টিং এসোসিয়েশনের (এএএ) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. শ্যাম সুন্দর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ।

বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান, কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান এফসিএ, ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিএএ’র সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামীকাল (রোববার)। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রউফ তালুকদার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান