শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল শেরাটনে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। সম্মেলনের সভাপতিত্ব করেন সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইন্ডিয়ান একাউন্টিং এসোসিয়েশন রিসার্চ ফাউন্ডেশনের (আইএএআরএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. ভবতোষ ব্যানার্জি এবং আমেরিকান একাউন্টিং এসোসিয়েশনের (এএএ) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. শ্যাম সুন্দর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ।
বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইয়েদুজ্জামান, কোষাধ্যক্ষ হায়দার আহমেদ খান এফসিএ, ডিবেট ফর ডেমোক্রেসির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিএএ’র সদস্যরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে আগামীকাল (রোববার)। এদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর রউফ তালুকদার।