সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) হিমাদ্রির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ টাকা ১৪ পয়সা। গত বছর একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ২৬ টাকা ৫১ পয়সা।
হিসাববছরের দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ টাকা ৬১ পয়সা। ২০২১ সালের একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ৩০ টাকা ০৮ পয়সা।
আয়ের সঙ্গে কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৬ টাকা ৭২ পয়সায়। ২০২২ সালের জুনে শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১ হাজার ৮২৫ টাকা ৭০ পয়সা।