ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মিউচ্যুয়াল ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। ফান্ডটির ৩৮৮ বারে ৩০ লাখ ৩৫ হাজার ৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২কোটি ৯২ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সসরিজের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৮০ বারে ১৩ লাখ ৩৪ হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯৪ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৭৭ বারে ৩ কোটি ২৮ লাখ ১ হাজার ১০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৩ কোটি ৮০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৩ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৭ দশমিক ৪০ শতাংশ, নাভানা সিএনজির ৬ দশমিক ৫৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৩৫ শতাংশ, জেমিনি সী ফুডের ৫ দশমিক ৭৪ শতাংশ ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।