এক্ষেত্রে প্রি ওপেনিংয়ে ১৫ মিনিট এবং পোস্ট ক্লোজিংয়ের জন্য ১০ মিনিট সময় নির্ধারণ করতে বলেছে ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলেই এই সুবিধা চালু করা হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রি ওপেনিং এবং পোস্ট ক্লোজিং সুবিধা চালু করা হলে সকাল ৯টা ৪৫ মিনিট থেকেই বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয়ের আদেশ দিতে পারবেন। তবে লেনদেন সম্পন্ন হবে ১০টা থেকে। অপরদিকে পোস্ট ক্লোজিংয়ের কারণে বিনিয়োগকারীরা লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১০ মিনিট শেয়ার ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। সেক্ষেত্রে ক্লোজিং প্রাইসে শেয়ার ক্রয় বা বিক্রয় করতে হবে। ১০ মিনিটের এই লেনদেন নতুন করে দাম প্রস্তাব করা যাবে না।