বুধবার (০৮ ফেব্রুয়ারি) ফান্ডটির ট্রাস্ট্রি সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যলোচনা শেষে প্রকাশ করা হয়। ফান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) ফান্ডটির প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় ১৪ পয়সা, প্রভিশনের পরে লোকসান হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় হয়েছিল ২৩ পয়সা, প্রভিশনের পরে আয় হয়েছিল ০১ পয়সা।
দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (এপ্রিল’২২-সেপ্টেম্বর’২২) ফান্ডটির প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় হয়েছে ৭০ পয়সা, প্রভিশনের পরে আয় হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় ছিল ৫৫ পয়সা, প্রভিশনের পরে আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা।
অর্থসংবাদ/এসএম