বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি টাকা, বেড়েছে লেনদেন

বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি টাকা, বেড়েছে লেনদেন
বিদায়ী সপ্তাহে (০৫ ফেব্রুয়ারি-০৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি টাকার বেশি। তবে মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন ৪০৪ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ১৭২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৪৩ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪০৪ কোটি ১১ লাখ ৬৯ হাজার ২৯ টাকার বা ১৪ দশমিক ২৩ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি ০২ লাখ ৫৯ হাজার ৬০৫ টাকার বা ০ দশমিক ০৪ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ ১১ হাজার ৫৩৩ টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন নেমেছে ৭ লাখ ৬৭ হাজার ৫০ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৯২৮ টাকায়।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১১ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ২৯৪ পয়েন্টে। প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট হারিয়ে ১৩৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আর ‘ডিএস-৩০’ সূচকে ৪ দশমিক ৬২ পয়েন্ট যোগ হয়েছে। সূচকটি ২ হাজার ২৩০ পয়েন্ট থেকে ২ হাজার ২৩৫ পয়েন্ট দাঁড়িয়েছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির। আর ১৩৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০০টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত