বছরে ৩০ হাজার গাড়ি উৎপাদন করবে রানার অটোমোবাইলস

বছরে ৩০ হাজার গাড়ি উৎপাদন করবে রানার অটোমোবাইলস
প্রতিবছর ৩০ হাজার গাড়ি উৎপাদন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি। দেশে প্রথমবারের মতো এলপিজি ও সিএনজি চালিত থ্রি-হুইলার (সিএনজি) উৎপাদন করবে কোম্পানিটি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক মানের থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং কারখারনার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর সরকার এখন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করছে। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে উৎপাদন বাড়াতে শিল্পে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।

তিনি বলেন, সরকার রপ্তানিমুখী শিল্প নীতি ও অটোমোবাইলস শিল্পের প্রসারে সব ধরণের সহায়তা করবে।

এসময় অন্যান্যের মধ্যে রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য, বিডা চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, রানার ও বাজাজ এবং প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। তিনি বলেন, প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ১০ হাজার একর জমিতে গড়ে ওঠা রানারের ম্যানুফ্যাকচারিং কারখানায় প্রায় ৩০ হাজার গাড়ি উৎপাদন করা সম্ভব হবে।

তিনি বলেন, বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় ইঞ্জিনের কিছু উপাদান আমাদের থ্রি-হুইলারে রয়েছে। ওয়েল্ডিং, চেসিস, বডি ও কোয়ালিটি কন্ট্রোলসহ অধিকাংশ যন্ত্রাংশ দেশে তৈরী হবে। ফলে নতুন করে ৩০০ মানুষের কর্মসংস্থান তৈরী হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত