ওয়াশিংটন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমিউটার সায়েন্সের অধ্যাপক ফেং ঝাও জানিয়েছেন যে মধু থেকে যে কম্পিউটার চিপ তৈরি হবে তা আসলে একটি ছোট্ট ডিভাইস। তবে আকার আয়তনে এই ডিভাইস ছোট্ট হলেও হিউম্যান নিউরোনের সঙ্গে কার্যকারিতায় অনেক মিল রয়েছে তার।
এই সিস্টেম অনেকতাই মানুষের মস্তিষ্কের মতো কাজ করবে। ট্র্যাডিশনাল কম্পিউটারের থেকে এই নিউরোমরফিক সিস্টেম অনেক দ্রুত গতিতে কাজ করবে এবং সেই সঙ্গে অনেক কম পাওয়ার বা শক্তি খরচ হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নিউরোমরফিক সিস্টেমকে ভবিষ্যতের কম্পিউটার বলা হচ্ছে।