এ সময় করোনা মহামারী ও ট্রাম্পের চার বছরের শাসনামলে যে বিভক্তি তৈরি হয়েছে, তা থেকে যুক্তরাষ্ট্রকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
বৃহস্পতিবার বাইডেন বলেন, বর্তমান প্রেসিডেন্ট আমেরিকাকে দীর্ঘ সময়ের জন্য অন্ধকার, বিভাজন, আতঙ্ক ও ভয়ের দিকে ঠেলে দিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আমার ওপর আস্থা রাখেন, তবে আমাদের জন্য সবচেয়ে ভালোটিই নিয়ে আসব, খারাপটা না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। ডেলওয়ারের নিজ শহর উইমিংটনের একটি বিশাল ফাঁকা এলাকায় বাইডেন তার বক্তৃতা দেন।
করোনাভাইরাসের কারণে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কনভেনশনের সমাপ্তি ঘটেছে ভার্চুয়ালভাবে।
এই ভাইরাসে এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।
আমেরিকার এ যাবতকালের সবচেয়ে কঠিন সময়টি পার করছে বলে মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, যার তাকে সমর্থন করবেন না, তাদেরকেও ঐক্যবদ্ধ করতে আমি কঠিন পরিশ্রম করে যাব।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
বললেন, একজন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হলেও আমি একজন আমেরিকান প্রেসিডেন্ট হবো। একজন প্রেসিডেন্টের কাজ এটিই। আমাদের বর্তমান প্রেসিডেন্ট তার মূল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।