আমাদের কানের ভেতরের অংশে থাকে তিনটি করে অর্ধ বৃত্তাকার নালী। এগুলো এক ধরনের তরল পদার্থে পূর্ণ। আমাদের মাথা যখন ডান দিকে ঘোরে স্থিতি জড়তার কারণে এগুলো প্রবাহিত হয় বামদিকে। মাথা বামদিকে গেলে এরা যায় ডানে। উপরে-নিচেও একইভাবে উল্টা দিকে প্রবাহিত হয়। এই প্রবাহের মাধ্যমে এরা নিখুঁতভাবে মস্তিষ্ককে জানান দেয় আমাদের মাথা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কত খানি ঘুরেছে আর ঘোরার গতিবেগ ছিল কত।
আর্কাইভ থেকে