রোববার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া কোম্পানির পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ৩৫০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। কোম্পানি প্রতিটি ১০ টাকায় শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
কনফিডেন্স সিমেন্ট শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানির ইজিএম আগামী ৪ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ ১৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।