বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসএস স্টিল জানিয়েছে, আলোচ্য হিসাব বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৮ শতাংশ বোনাস ও বাকি ২ শতাংশ নগদ লভ্যাংশ। তবে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য তহবিল এবং বোনাস লভ্যাংশের অনুমতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে পায়নি।
কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ বুধবার (২২ ফেব্রুয়ারি)। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান রয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও এসএস স্টিলের পরিচালনা পর্ষদ আগের বছরের ন্যায় এবারও নগদের চেয়ে বেশি বোনাস শেয়ার ঘোষণা করেছে। ফলে কোম্পানিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে প্রায় আড়াই কোটি টাকার বেশি কর প্রদান করতে হবে।
২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে করারোপ করা হবে।