ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৯ দশমিক ১০ শতাংশ। ফলে সপ্তাহজুড়ে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৮৩ শতাংশ। আর ১০ দশমিক ২৪ শতাংশ শেয়ারদর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
সপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জেমিন সী ফুড, মেট্রো স্পিনিং, আইটি কনসালটেন্টস, জেনেক্স ইনফোসিস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
গত সপ্তাহে ডিএসইতে ৪০০টি কোম্পানি মধ্যে শেয়ার লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি। এর মধ্যে ১৮২টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৫টির, বিপরীতে কমেছে ১৫৩ কোম্পানির শেয়ারদর।
অর্থসংবাদ/এসএম