সূত্র মতে, রোববার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর ২৬২ কোটি ০৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। যা ডিএসইতে মোট লেনদেনের ৩৯ দশমিক ৫৬ শতাংশ।
এদিন প্রধান শেয়ারবাজারে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। আজ কোম্পানিটির ৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪৯ লাখ টাকার। আর তালিকার তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের ২৭ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচ রিসোর্টের ২৬ কোটি ৪৯ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ২৪ কোটি ৭০ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২১ কোটি ৬৬ লাখ, লাফার্জ হোলসিম বাংলাদেশের ১৯ কোটি ৬৬ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ১৯ কোটি ৫৬ লাখ, ওরিয়ন ফার্মার ১৮ কোটি ৭৪ লাখ এবং শাইনপুকুর সিরামিকসের ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।