সূত্র মতে, সোমবার (২৭ মার্চ) ডিএসইতে ইউনিক হোটেলের ৫৮ লাখ ২৭ হাজার ৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪১ কোটি ৫২ লাখ টাকা। সবচেয়ে বেশি শেয়ার লেনদেনের মাধ্যমে কোম্পানিটি আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ২৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৭৫ লাখ টাকার।
সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, শাইনপুকুর সিরামিকস এবং রংপুর ডেইরি (আরডি ফুড)।