ডিএসইর আইপিও প্যানেল পুনরায় জমা দেওয়া প্রসপেক্টাসে অনিয়ম ও নন-কমপ্লায়েন্স সনাক্ত করেছে। ডিএসই প্যানেল পর্যবেক্ষণ করেছে যে আইপিও প্রসপেক্টাসে শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট কনসাল্টিং, প্রযুক্তি পরিষেবা এবং আউটসোর্সিং কোম্পানি দাবি করা সত্ত্বেও, ইজেনারেশন ডিএসইর কাছে আউটসোর্সিং কাজের কোনও তালিকা সরবরাহ করতে পারেনি। এটির কোনও আউটসোর্সিং কাজ নেই, যা আইপিও প্রসপেক্টাসে এই বিষয়ে তার দাবির সাথে বিরোধী বলে প্যানেল জানিয়েছে।
ডিএসই প্যানেল জানিয়েছে, কোম্পানিটি প্রসপেক্টাসের ব্যাংকগুলিতে নগদ সম্পর্কিত বিরোধী তথ্যও সরবরাহ করেছিল।আইপিও প্রসপেক্টাস অনুসারে, ৩০ জুন, ২০১৯ পর্যন্ত ব্যাংকগুলিতে ইজেনারেশনের ১২ কোটি ৯৯ লাখ টাকা ছিল, আর ডিএসইতে রকাম্পানিটির দেওয়া ব্যাংক বিবৃতিতে এর পরিমাণ মাত্র ৩ কোটি ৮৮ লাখ টাকা দেখানো হয়েছিল।
আইপিও প্রসপেক্টাসে জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের ব্যালান্সটি ছিল ৬ কোটি ৬৬ লাখ টাকা, যদিও ব্যাংকের বিবৃতি যাচাই-বাছাই করে দেখা গেছে ব্যালেন্সটি ৩০ শে জুন, ২০১৯ পর্যন্ত ছিল ৩ কোটি ৩২ লাখ টাকা।
বিস্তারিত আসছে......