ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়েছে। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১০ পয়েন্টে।
এই সময়ের মধ্যে মোট ২৬৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৩টির, কমেছে ৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৮টি কোম্পানির শেয়ার দর।
অর্থসংবাদ/এসএস