‘মার্কেটটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০ বার নোটিশ দিয়েছিলাম’

‘মার্কেটটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০ বার নোটিশ দিয়েছিলাম’
বঙ্গবাজার মার্কেটকে ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, যেকোনো দুর্ঘটনা এড়াতে ১০ বার নোটিশ দিয়েছিলাম, মার্কেটের সামনে ব্যানার টাঙ্গানো হয়েছিল। তবু ব্যবসায়ীরা এখানেই ব্যবসায়ী কার্যক্রম চালিয়েছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রায় সাড়ে ৬ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফায়ার সার্ভিসের কার্যলয় কাছে থাকা স্বত্ত্বেও আগুন নেভাতে এত বেগ পাওয়ার কারণ কি জানতে চাইলে একটি ভিডিও দেখিয়ে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, উৎসুক জনতা এবং পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। এছাড়া বাতাসের বেগ বেশি থাকায় এক জায়গায় আগুন নেভালে আরেক জায়গায় আগুন ছড়িয়ে পরছিল বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, আমরা আপনাদের জন্যে জীবন দিচ্ছি আর আপনারা আমাদের উপরই হামলা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের ডিজি আরও জানান, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮জন কর্মী আহত হয়েছে। যাদের মধ্যে ২ জন আশংকাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন।

বঙ্গবাজার মার্কেটের কিছু অংশ ছিল তিন তলা এবং কিছু অংশ ছিল চার তলা। ব্যবসায়ীরা বলছেন সেখানে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান ছিল। তবে ভয়াবহ আগুনে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে সব। মাটিতে মিশে গেছে পুরো মার্কেট। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা