'দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করছে'

'দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করছে'
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার আপ্রাণ চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দাড়িয়াপাড়া এলাকায় আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার এক হাজার শয্যাবিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্য বেড়েছে। আমরা চিনি, তেলসহ নানা পণ্য বিদেশ থেকে আমদানি করি। দেশের বাজারেও দেশীয় উৎপাদিত পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। এতে দ্রব্যমূল্য বাড়ছে। তবে পণ্যের দাম কমানোর জন্য সরকার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘পঞ্চগড়ে বিশ্বমানের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে। দেশের বাইরে থেকে অনেক ছাত্র-ছাত্রী এখানে পড়াশোনা করবে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানসহ বিশ্বের অনেক দেশের মানুষ এখানে চিকিৎসাসেবা নেবে। অনেক জটিল-কঠিন রোগের চিকিৎসা এখানে হবে। দেশের মানুষকে আর বাইরে যেতে হবে না। দেশের টাকা দেশেই থাকবে।’

চীন আমাদের অনেক উন্নয়নকাজের অংশীদার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের এক ব্যবসায়ী এ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থায়ন করছে। এছাড়া চীনের সহযোগিতায় সরকার এখানে একটি ফুল প্রসেসিং কারখানা তৈরি করবে। এতে পঞ্চগড়ের অর্থনীতির উন্নয়ন হবে। অনেকের কর্মসংস্থান হবে। মানুষের জীবনমান উন্নত হবে।’ তিনি বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সরকারের আগ্রহের কথা জানান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াপ ওয়েন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান জুয়াং লিফেংয়ের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচএম জাহাঙ্গীর আলম রানা। বক্তব্য রাখেন চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা প্রমুখ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ