জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের গণনাকৃত মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে প্রাপ্ত ২ দশমিক ৭৫ শতাংশ বাদ পড়ার পরিপ্রেক্ষিতে ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়েছে বলে রোববার (৯ এপ্রিল) পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে।
দেখা যায়, সবচেয়ে বড় বিভাগ ঢাকার গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন; সমন্বয়কৃত জনসংখ্যা হলো ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা দেশের মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬ দশমিক ৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৫ দশমিক ৪৯ শতাংশ।
দেশে পুরুষ হলো ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন। নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।
অর্থসংবাদ/এসএম