ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১১ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১৭ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৩ শতাংশ। আর ৮ দশমিক ০৯ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
এদিন ডিএসইতে টপটেন লুজার বা দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড, সমতা লেদার, মুন্নু এগ্রো, বাংলাদেশ অটোকার্স, রহিম টেক্সটাইল, স্ট্যান্ডার্ড সিরামিকস এবং এপেক্স ফুডস লিমিটেড।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৩৪টির, কমেছে ৮৫টির। বাকি ১৮৪টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম