সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মধ্যে শায়েখ আহমাদুল্লাহর রিকশা বিতরণ

সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মধ্যে শায়েখ আহমাদুল্লাহর রিকশা বিতরণ
সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মধ্যে রিকশা বিতরণ করলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সদর, সোনারগাঁও, ফতুল্লা ও বন্দর এলাকার ২৫ জন দরিদ্রের মধ্যে এ রিকশা বিতরণ করা হয়।

শুক্রবার জুমার নামাজের পর সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদ ও কমপ্লেক্সের পাশে এসব রিকশা বিতরণ করেন শায়েখ আহমাদুল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিপল্লী জামে মসজিদ ও কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতি সিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান সৈকত, প্রকৌশলী হারুণ-অর-রশিদ, আশরাফুল আলমসহ অন্যরা।

এ সময় তিনি দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ধনীদের এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ইতিপূর্বে দেশের ১৯ জেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি রিকশা বিতরণ করেছেন। যারা ভাড়ায় রিকশা চালিয়ে আসছিলেন, তাদের মধ্যে জাকাতের অর্থে প্রতিটি জেলায় দুই হাজার রিকশা বিরতণ করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন ইসলামি এ চিন্তবিদ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সাময়িক ও দীর্ঘমেয়াদি সেবামূলক নানা উদ্যেগ গ্রহণ করা হয়ে থাকে এ প্রতিষ্ঠানের মাধ্যমে।

সিলেট সুনামগঞ্জের বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এক হাজার টন খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে বড় আকারে কাজ করার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার মানুষকে ঘর তৈরি করে দিয়েছে। একই সময় ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষককে নগদে অর্থ সহায়তা করেছে সুন্নাহ ফাউন্ডেশন।

এর আগে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ১টা করে ভ্যান এবং নগদ ৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে অদক্ষদের কাজে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা