সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে বিশেষ এ নামাজটি অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে। এ সময় রহমতের বৃষ্টি ও দেশবাসীর জন্য মুসল্লিদের সঙ্গে বিশেষ মোনাজাত করেন শায়খ আহমাদুল্লাহ।
এর আগে, রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা এক মিনিটে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।
গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টি প্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি।
সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।
অর্থসংবাদ/এসএম