ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবসে নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৫০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭৯.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নাভানা ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিড মিলের ৯.৮৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৯.৫২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.২৩ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৮.৩৫ শতাংশ, ন্যাশনাল টির ৭.৫০ শতাংশ, মুন্নু এগ্রো ৭.৪৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৬৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৪৪ শতাংশ এবং সোনালী আঁশের ৩.৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।