সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন কমেছে ৩৪.০৩ শতাংশ

সপ্তাহের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেন কমেছে ৩৪.০৩ শতাংশ
বিদায়ী সপ্তাহে (১৬ এপ্রিল-১৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩৪ দশমিক ০৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার ৯৫২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৫৯৮ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৬১ কোটি ৩ লাখ ৯ হাজার ৬৪৬ টাকার বা ৬ দশমিক ৯১ শতাংশ।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ০ দশমিক ২২ শতাংশ বা ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস-৩০ আগের সপ্তাহের চেয়ে ০ দশমিক ৯২ পয়েন্ট কমে ২ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ কমেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির। আর ৪৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২৫০টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত