ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪৭৫ কোটি ৩ লাখ ৬৭ হাজার ৯৫২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ ৭৭ হাজার ৫৯৮ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৬১ কোটি ৩ লাখ ৯ হাজার ৬৪৬ টাকার বা ৬ দশমিক ৯১ শতাংশ।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ০ দশমিক ২২ শতাংশ বা ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস-৩০ আগের সপ্তাহের চেয়ে ০ দশমিক ৯২ পয়েন্ট কমে ২ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বা ০ দশমিক ১৪ শতাংশ কমেছে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৭২টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির। আর ৪৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২৫০টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত রয়েছে।
অর্থসংবাদ/এসএম