ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে ৭৯ শিল্প-কারখানা

ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে ৭৯ শিল্প-কারখানা
ঈদের ছুটিতে প্রতি বছরের মতো এবারো সচল থাকবে দেশের শিল্প-কারখানা। গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, শিল্প অধ্যুষিত সাত এলাকায় এবার ঈদের ছুটি হচ্ছে না এমন কারখানার সংখ্যা ৭৯।

শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজের ধরন অনুযায়ী কিছু শিল্প-কারখানা, যেমন সুতা উৎপাদনকারী স্পিনিং মিল সচল রাখতে হয়। একবার বন্ধ হলে এ ধরনের কারখানা পুনরায় সচল করার বিষয়টি সময়সাপেক্ষ। তাই একটি নির্দিষ্ট বিভাগ সক্রিয় রাখতে হয় স্পিনিং মিলে। মূলত এ কারখানাগুলো ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে।

দেশে শিল্প অধ্যুষিত অঞ্চল সাতটি—আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও সিলেট। এসব এলাকায় মোট কারখানা আছে ৯ হাজার ৬১৬টি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশুলিয়া এলাকায় ছুটি দেয়া হবে না এমন কারখানা রয়েছে ছয়টি, গাজীপুরে ৩৫টি। চট্টগ্রামে ছুটি হবে না ১৩টি কারখানায়। এছাড়া ময়মনসিংহে ২৫টি কারখানার শ্রমিক-কর্মকর্তাদেরও একটি অংশ এবার ঈদের ছুটি পাচ্ছে না। তবে নারায়ণগঞ্জ, খুলনা ও সিলেটের কারখানাই বন্ধ থাকবে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, সাত শিল্প এলাকায় গতকাল পর্যন্ত ছুটি হয়েছে এমন কারখানা ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে আশুলিয়ায় ৩৫৮টি, গাজীপুরে ১০১টি। চট্টগ্রামে ছুটি হয়েছে এমন কারখানা ৪৬৭টি। নারায়ণগঞ্জে ছুটি হয়েছে ১৭৮টিতে। ময়মনসিংহে ছুটি হয়েছে ৪৯টি কারখানা। এছাড়া খুলনায় ২৮৮টি ও সিলেটে ছুটি হয়েছে এমন কারখানার সংখ্যা ১২৫।

বেতন-ভাতার হালনাগাদ তথ্যে দেখা যায়, দেশের শিল্প অধ্যুষিত সাত এলাকার ৯ হাজার ৬১৬টি কারখানার মধ্যে মার্চের বেতন পরিশোধ করেছে এমন কারখানার সংখ্যা ৮ হাজার ৯৪৫। এ হিসেবে বেতন পরিশোধ হওয়া কারখানা ৯৩ দশমিক শূন্য ২ শতাংশ। বাকি ৬৭১ বা ৬ দশমিক ৯৮ শতাংশ কারখানায় এখনো বেতন পরিশোধ হয়নি। এছাড়া বোনাস পরিশোধ করা হয়েছে এমন কারখানার সংখ্যা ৬ হাজার ৫৯০। এ হিসেবে ৬৮ দশমিক ৫৩ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়েছে। গতকাল পাওয়া সন্ধ্যাকালীন তথ্য অনুযায়ী বাকি ৩ হাজার ২৬ বা ৩১ দশমিক ৪৭ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান