ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে ৭৯ শিল্প-কারখানা

ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে ৭৯ শিল্প-কারখানা
ঈদের ছুটিতে প্রতি বছরের মতো এবারো সচল থাকবে দেশের শিল্প-কারখানা। গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, শিল্প অধ্যুষিত সাত এলাকায় এবার ঈদের ছুটি হচ্ছে না এমন কারখানার সংখ্যা ৭৯।

শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজের ধরন অনুযায়ী কিছু শিল্প-কারখানা, যেমন সুতা উৎপাদনকারী স্পিনিং মিল সচল রাখতে হয়। একবার বন্ধ হলে এ ধরনের কারখানা পুনরায় সচল করার বিষয়টি সময়সাপেক্ষ। তাই একটি নির্দিষ্ট বিভাগ সক্রিয় রাখতে হয় স্পিনিং মিলে। মূলত এ কারখানাগুলো ঈদের ছুটিতেও খোলা রাখতে হচ্ছে।

দেশে শিল্প অধ্যুষিত অঞ্চল সাতটি—আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও সিলেট। এসব এলাকায় মোট কারখানা আছে ৯ হাজার ৬১৬টি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশুলিয়া এলাকায় ছুটি দেয়া হবে না এমন কারখানা রয়েছে ছয়টি, গাজীপুরে ৩৫টি। চট্টগ্রামে ছুটি হবে না ১৩টি কারখানায়। এছাড়া ময়মনসিংহে ২৫টি কারখানার শ্রমিক-কর্মকর্তাদেরও একটি অংশ এবার ঈদের ছুটি পাচ্ছে না। তবে নারায়ণগঞ্জ, খুলনা ও সিলেটের কারখানাই বন্ধ থাকবে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, সাত শিল্প এলাকায় গতকাল পর্যন্ত ছুটি হয়েছে এমন কারখানা ১ হাজার ৫৬৬টি। এর মধ্যে আশুলিয়ায় ৩৫৮টি, গাজীপুরে ১০১টি। চট্টগ্রামে ছুটি হয়েছে এমন কারখানা ৪৬৭টি। নারায়ণগঞ্জে ছুটি হয়েছে ১৭৮টিতে। ময়মনসিংহে ছুটি হয়েছে ৪৯টি কারখানা। এছাড়া খুলনায় ২৮৮টি ও সিলেটে ছুটি হয়েছে এমন কারখানার সংখ্যা ১২৫।

বেতন-ভাতার হালনাগাদ তথ্যে দেখা যায়, দেশের শিল্প অধ্যুষিত সাত এলাকার ৯ হাজার ৬১৬টি কারখানার মধ্যে মার্চের বেতন পরিশোধ করেছে এমন কারখানার সংখ্যা ৮ হাজার ৯৪৫। এ হিসেবে বেতন পরিশোধ হওয়া কারখানা ৯৩ দশমিক শূন্য ২ শতাংশ। বাকি ৬৭১ বা ৬ দশমিক ৯৮ শতাংশ কারখানায় এখনো বেতন পরিশোধ হয়নি। এছাড়া বোনাস পরিশোধ করা হয়েছে এমন কারখানার সংখ্যা ৬ হাজার ৫৯০। এ হিসেবে ৬৮ দশমিক ৫৩ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়েছে। গতকাল পাওয়া সন্ধ্যাকালীন তথ্য অনুযায়ী বাকি ৩ হাজার ২৬ বা ৩১ দশমিক ৪৭ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ