আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে, এছাড়া সোনালী ও লাল কক মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৭০ টাকা।
প্রাণিজ আমিষের এই সহজলভ্য উৎসের দাম বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
একদিন আগেও ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকায়, সোনালী ও লাল কক মুরগির কেজি বিক্রি হয়েছে ৩১০ টাকায়। হঠাৎ একদিনের ব্যবধানে ৪০ থেকে ৫০ টাকা দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্রাদার্স চিকেন ও ব্রয়লার হাউসের স্বত্বাধিকারী ব্যবসায়ী কামাল হোসেন বলেন, একদিন আগে মুরগির দাম কত ছিল সেটা ভুলে যান। আজকে বেশি দামে কেনা, বাজারে চাহিদাও বেশি তাই একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে।
এদিকে খুচরা বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০ টাকায়। বাজারগুলোতে দেশী মুরগি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজিতে।