হঠাৎ বাড়ল মুরগির দাম

হঠাৎ বাড়ল মুরগির দাম
ঈদের আগে হঠাৎ মুরগির মাংসের দাম বেড়েছে। মাত্র এক দিনের ব্যবধানে ব্রয়লার, সোনালী ও লাল কক মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। ঈদ উপলক্ষে আলাদা করে গরু ও খাসির মাংসের দাম বৃদ্ধি না পেলেও মুরগির মাংসের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে, এছাড়া সোনালী ও লাল কক মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৭০ টাকা।

প্রাণিজ আমিষের এই সহজলভ্য উৎসের দাম বেড়ে যাওয়ায় অসুবিধায় পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

একদিন আগেও ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ২১০ থেকে ২২০ টাকায়, সোনালী ও লাল কক মুরগির কেজি বিক্রি হয়েছে ৩১০ টাকায়। হঠাৎ একদিনের ব্যবধানে ৪০ থেকে ৫০ টাকা দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্রাদার্স চিকেন ও ব্রয়লার হাউসের স্বত্বাধিকারী ব্যবসায়ী কামাল হোসেন বলেন, একদিন আগে মুরগির দাম কত ছিল সেটা ভুলে যান। আজকে বেশি দামে কেনা, বাজারে চাহিদাও বেশি তাই একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে।

এদিকে খুচরা বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১০০ টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০ টাকায়। বাজারগুলোতে দেশী মুরগি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজিতে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান