আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) জাপানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিএসইসি'র অবস্থান উল্লেখ করে এফএসএ এর সাথে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন।
উল্লেখ্য যে, জাপান এক্সটার্নাল ট্রেড অরর্গানাইজেশন (জেটরো) এবং দ্যা জাপান বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (জেবিসিসিইসি) এর সহযোগিতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর যৌথ উদ্যোগে জাপানের টোকিও শহরে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে “ট্রেড অ্যান্ড ইনভেস্টম্যান্ট অপোরচনিটিস বিটউইন বাংলাদেশ অ্যান্ড জাপান” শীর্ষক সামিট। অনুষ্ঠানটি উদ্ভোদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
উক্ত অনুষ্ঠানে, ২৫ এপ্রিল স্বাক্ষরিত ইওএলটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিএসইসি ও এফএসএ এর মধ্যে বিনিময় হবে। উক্ত অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি প্রতিনিধিদল জাপানে অবস্থান করছেন।