প্রয়োজনে বিনিয়োগকারীদের আরও জমি দেওয়া হবে

প্রয়োজনে বিনিয়োগকারীদের আরও জমি দেওয়া হবে
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টোকিওতে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন ‘দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’ এ দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী আজ সকালে বলেছেন জাপানি বিনিয়োগকারীদের জন্য যদি আরও জমির প্রয়োজন হয় তবে তা দেওয়া হবে। যে সকল জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশী বিনিয়োগকারীদের মধ্যে যৌথ উদ্যোগে বাংলাদেশে আগত তাদের কোনো সমস্যা হলে তা দ্রুত সমাধান নিশ্চিত করা হবে। কারণ বাংলাদেশ ও জাপানের সম্পর্ক দৃঢ়, জাপান আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছে।

তিনি অবকাঠামোর জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপানিরা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের কথা আমাদের বলতেন। যা এখন বাংলাদেশের অন্যতম প্রধান অবকাঠামো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর।

সালমান এফ রহমান কৃষি প্রক্রিয়াকরণের কথা পুনর্ব্যক্ত করে বলেন, জাপানে কৃষি প্রক্রিয়াকরণে প্রচুর প্রযুক্তি রয়েছে।

তিনি জাপানের বিস্তৃত ব্যবসা ও ব্যবসায়িক খাতের প্রশংসা করেন যারা জ্বালানি খাত, চিকিৎসা খাত এবং অবকাঠামো খাত বাংলাদেশে থেকে বিনিয়োগ শুরু করেন। কিন্তু উৎপাদন খাতে অভাব রয়েছে বলে জানান তিনি।

সালমান এফ রহমান জাপানি বিনিয়োগকারীদের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেষ করেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান