ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। সেই সঙ্গে ডিএসইর শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়েছে। সূচকটি বর্তমানে ১৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আর অপর সূচক ‘ডিএস-৩০’ আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে ২২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকার। অর্থাৎ একদিনের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লো ১৯৯ কোটি ৫৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১১টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম