এলএনজি সরবরাহ উন্নত করতে জেরা এবং সামিট পাওয়ারের চুক্তি

এলএনজি সরবরাহ উন্নত করতে জেরা এবং সামিট পাওয়ারের চুক্তি
জাপানের জ্বালানি খাতের কোম্পানি জেরার সাবসিডিয়ারি জেরা এশিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে একই খাতের বাংলাদেশি শীর্ষ বেসরকারি কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের সাবসিডিয়ারি সামিট করপোরেশন লিমিটেড।

দুটি কোম্পানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, সঞ্চয়স্থান এবং পুনরায় গ্যাসীকরণের উন্নয়নে সহযোগিতা করবে। টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে জেরা এশিয়ার সিইও তোশিরো কুদামা এবং সামিট কর্পোরেশনের পরিচালক আয়েশা আজিজ খান সমঝোতা স্মারকে সই করেন। .

সামিট পাওয়ার, বাংলাদেশের অবকাঠামো সমষ্টি সামিট গ্রুপের অধীনে একটি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি, বাংলাদেশের অফশোর মহেশখালীতে একটি ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (FSRU) এর মালিক, যার দৈনিক পুনঃগ্যাসিফিকেশন ক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট।

অক্টোবর ২০১৯-এ সামিট পাওয়ারের ২২ শতাংশ অসামান্য শেয়ার অর্জন করার পর থেকে, জেরা সামিট পাওয়ারের কর্পোরেট মান উন্নত করার জন্য কাজ করছে দক্ষ নির্মাণ এবং বিদ্যুৎ উৎপাদন সুবিধা এবং ডিকার্বনাইজেশন সুযোগের মাধ্যমে। ২০২২ সালের এপ্রিলে, জেরা একটি ডিকার্বনাইজেশন রোডম্যাপ তৈরি করতে সামিট পাওয়ারের সাথে আরেকটি এমওউ স্বাক্ষর করে।

গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা এবং দেশীয় গ্যাস উৎপাদন হ্রাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি স্থিতিশীল এলএনজি সরবরাহ প্রয়োজন। এমওইউ প্রস্তাব করে যে জেরা এবং সামিট এলএনজি স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশনের পাশাপাশি বাংলাদেশে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহে সহযোগিতা করবে।

বিশ্ব যখন কার্বন-নিরপেক্ষ ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে, তখন এশিয়ায় বিশেষ করে বাংলাদেশে এলএনজি রূপান্তর শক্তির উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেরা এই সমঝোতা স্মারকের মাধ্যমে সামিট পাওয়ারের সাথে তার সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করবে এবং এলএনজি সরবরাহ, স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে নির্ভরযোগ্য শক্তি সরবরাহ এবং এলএনজি ভ্যালু চেইন শক্তিশালীকরণে অবদান রাখবে বলে আশা করছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ