ডিএসই সাপ্তাহিক বাজার বিশ্লেষণ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এক সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারের বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৬৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ১৮৮ টাকা। গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৮৮ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ২৬ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ২১৪ টাকায়।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪৬৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭৫ কোটি ০৩ লাখ ৬৭ হাজার ৯৫২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৫২৩ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫১৩ টাকা বা ১০৩ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৪ দশমিক ০৬ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসই-৩০’ ৫ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএসই শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ সূচক ১৩ দশমিক ৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচক দু’টি যথাক্রমে ২২০৮ দশমিক ৫৭ পয়েন্ট এবং ১৩৬২ দশমিক ৯০ পয়েন্টে দাড়িয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সেচেঞ্জে ৩৮৪ প্রতিষ্ঠান শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৩৮টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে ১১৩টির, বিপরীতে কমেছে ৩৩ কোম্পানির শেয়ারদর।
অর্থসংবাদ/এসএম