ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (৩০ এপ্রিল) এপেক্স ফুডসের শেয়ারদর আগের কার্যদিবসের চেয়ে ৩৪ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ আজ ৩৫৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ারদর আজ ২৮ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর এদিন ২৫ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুটওয়্যার, আমরা টেকনোলজিস, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, ন্যাশনাল ফিড মিল, লিগ্যাসি ফুটওয়্যার এবং কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির। বাকি ২০১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম