গ্যাজেটস নাউ এর প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর আশঙ্কায় অ্যাপ গুলোকে নিষিদ্ধ করা হয়। গোয়েন্দাদের দাবি, নিষিদ্ধ অ্যাপের মাধ্যমে জঙ্গিরা গোপনে যোগাযোগ অব্যাহত রাখে। তাছাড়া প্রোপাগান্ডা ছড়ানো, জঙ্গি হামলার প্রস্তুতি এবং খবর পাচারে অ্যাপগুলিকে ব্যবহার করা হতো যা ভারতীয় আইনের লঙ্ঘন। এরপরেই এসব অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
নিষিদ্ধের তালিকায় অ্যাপগুলো হলো
ক্রিপভাইজার, এনিগমা, সেফসউইস, উইকর্ম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমো, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা।
এর আগে ভারত সরকার প্রায় ২৫০ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিলো।