সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৮২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৫টির।
সোমবার ডিএসইতে ৯৭৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৮৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ২৫ কোটি ৯৯ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৬৯ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৩১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১০টির দর বেড়েছে, কমেছে ১২১টির। আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।