বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭১ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।
বুধবার ডিএসইতে এক হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১২ কোটি ১৭ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ১৯০ কোটি ১৫ লাখ টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৪ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১৯টির দর বেড়েছে, কমেছে ১৩২টির। আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।