মঙ্গলবার (১৬ মে) রাজধানীতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) তিনদিনব্যাপী বিভিন্ন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য "সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা সম্পর্কিত" প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন এনআইএলজি এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর।
সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার প্রয়াসে অনবরত কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অনেক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। সে লক্ষ্যে সেবা প্রত্যাশী মানুষ যেন ভোগান্তি ছাড়া সেবা পায় তা নিশ্চিত করতে হবে।
এসময় মন্ত্রী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণ কর্মসূচির ফলে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং মানুষ সহজে সিটি কর্পোরেশন থেকে নানা ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।