আরও ৬ সেবায় বাধ্যতামূলক হচ্ছে রিটার্ন দাখিল

আরও ৬ সেবায় বাধ্যতামূলক হচ্ছে রিটার্ন দাখিল
চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবা নিতে হলে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছিল। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নতুন আরও ৬ ধরনের সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী অর্থবছরে ট্রাস্টসহ সব সংগঠন, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, সমবায় সমিতির ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে এই রিটার্ন দাখিলের প্রমাণপত্রের প্রয়োজন হবে।

পৌরসভায় ১০ লাখ টাকার বেশি মূল্যের জমি-বাড়ি নিবন্ধন, হস্তান্তর ও লিজিং সংক্রান্ত সেবায় এই প্রমাণপত্র লাগবে।

এছাড়া সিটি করপোরেশন এলাকার বাড়ি ভাড়া ও লিজ নেওয়ার ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে।

ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা ঋণ নিতে, কোম্পানির স্পন্সর কিংবা শেয়ার হোল্ডার হতে, আমদানি- রপ্তানি সার্টিফিকেট রেজিস্ট্রেশন ও সিটি করপোরেশন এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নে এই প্রমাণ বাধ্যতামূলক করা হবে।

রাজস্ব বোর্ড সূত্র জানায়, সরকার সরবরাহকারী বা পরিষেবা প্রদানকারীদেরও এর আওতায় আনার পরিকল্পনা করছে। দলিল লেখা, কোর্ট ফি প্রদানসহ ইত্যাদি কাজেও রিটার্ন দাখিলের প্রমাণ লাগবে।

আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে গত বছর ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা হয়।

রাজস্ব বোর্ড সেসময় জানায়, এসব ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে তিন ধরনের নথির যে কোনো একটি জমা দিলেই সেবা পাওয়া যাবে। সেগুলো ছিল- আয়কর রিটার্ন জমার বিষয়ে এনবিআরের প্রাপ্তি স্বীকার পত্র, করদাতার নাম, টিন, কর দেওয়ার বছর উল্লেখ করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এনবিআরের দেওয়া সনদ এবং করদাতার নাম, টিন, কর দেওয়ার বছর উল্লেখ করে কর উপ-কমিশনারের দেওয়া সনদ।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ