এনআইডিধারীদের করের আওতায় আনলে জিডিপি বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী

এনআইডিধারীদের করের আওতায় আনলে জিডিপি বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী
যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তাদের করের আওতায় আনতে পারলে জিডিপি বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, মুহিত ভাই অর্থমন্ত্রী থাকার সময় আমি করের আওতা বাড়ানোর জন্য জাতীয় পরিচয়পত্র যাদের আছে, তাদের সবার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত সেটি হয়নি আমলাতন্ত্রের কারণে, এনআইডি যাদের আছে সবাইকে করের আওতায় আনতে পারলে কর জিডিপি রেশিও যা সাত থেকে আট শতাংশ রয়েছে, এটা বেড়ে ২০ থেকে ২৫ শতাংশ হবে।

শনিবার (২৭ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত আবুল মাল আব্দুল মুহিতের স্বরণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও সাবেক অর্থসচিব ড. মাহবুব আহমেদ।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ অবদান রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি সবক্ষেত্রে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রী কাজের স্বাধীনতা দিয়েছিলেন বলে মুহিত ভাই কাজ করতে পেরেছেন।

সাবেক গভর্নর ফজলে কবির বলেন, বাংলাদেশের রিজার্ভ চুরির পর আমরা তখন মামলা করেছিলাম। সেই মামলায় আমরা এখন জয়ের পথে আছি।

ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্যাহ মৃধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ অন্যান্য সদস্যরা স্মরণসভায় উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান